Loading Now

বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স ।।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়। ৩১ দফার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে আশা জাগিয়ে তুলছি।

তিনি বলেন, আপনারা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কাইত করার জন্য, ঘায়েল করার জন্য।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৯বম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, উপদেষ্টামণ্ডলীর কেউ কেউ বিভিন্ন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষও এটা শুনতে চায় না।

দেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়।

মির্জা ফখরুল বলেন, যারা আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন করেছে তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।

ভারত সবসময় চেষ্টা করেছে কী করে আমাদের বিপদে ফেলা যায়। তারা পানির হিস্যা, তিস্তার হিস্যা ও ফারাক্কার ন্যায্য হিস্যা আমাদের দেয়নি।

তিনি আরও বলেন, শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. ইউনূস, বিশ্ববাসী যাকে সম্মান করে, তাকে আমরা দায়িত্ব দিয়েছি। যাতে সবার কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করেন।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কাজী ছাইয়্যেদুল আলম বাবুল ও বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানসহ স্থানীয় নেতারা।

Post Comment

YOU MAY HAVE MISSED