বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবের পক্ষে অবস্থান নেয়ার অভিযোগে কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ জানিয়েছেন নগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ সহ বর্তমান একাধিক নেতারা।একইসাথে তাকে দায়িত্বে রেখে কোন সুষ্ঠ কাউন্সিল সম্পন্ন করা সম্ভব নয় বলে জানিয়েছে অভিযোগ করা নেতারা।গত ২ দিনে দলটির বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম প্রধান আবদুল আউয়াল মিন্টুর নিকট এ অভিযোগ করা হয়।বিষয়টি আব্দুল আউয়াল মিন্টু এ প্রতিবেদকের নিকট শিকার করেছেন।বরিশাল। জানা গেছে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে সক্রিয় রয়েছে দলটির একাধিক গ্রুপ। এদের মধ্যে প্রায়ই বাদানুবাদ সহ সংঘাত ও বাড়ি ঘরে হামলার ঘটনাও ঘটেছে। কিন্তু এ সকল বিষয়ে সুষ্ঠু সমাধান না করে সম্প্রতি একটি মিডিয়ায় সদস্যসচিব জিয়ার পক্ষে সরাসরি অবস্থান নেন দলটির সহ সাংগঠনিক সম্পাদক কুদ্দুছ। যা নিয়ে তোলপাড় চলছে বরিশালে। যদিও আকন কুদ্দুসের বিরুদ্ধে অনেক আগে থেকেই জিয়ার পক্ষ নিয়ে বিভিন্ন ব্যক্তিকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে।
বরিশাল মহানগর বিএনপির একটি সুত্র জানায়, গত ১৮ জানুয়ারি নগর বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় টিম প্রধান ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সেখানে ৪২ সদস্যের বৈঠকে এক বাবু নামে নগর বিএনপির সদস্য প্রথমে এ সহ সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন। ঐ দিন নগর বিএনপির সাবেক সহসভাপতি হাসানের সাথে বাদানুবাদে জড়ান কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস। এছাড়াও গত ১৯ জানুয়ারী সকালে নগর বিএনপির একাধিক নেতৃবৃন্দ আকন কুদ্দুসের বিষয়ে দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নিকট অভিযোগ দেন।
তবে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।
Post Comment