বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘিরে রায়পাশা কড়াপুরে উওেজনা
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে বিএনপির বরিশাল সদর ৫ আসনের তৃনমুল পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি ঘিরে বিভিন্ন স্থানে উওেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এমনকি বিভিন্ন স্থানে প্রতিপক্ষ ঘায়েল মিশনের অভিযোগও পাওয়া গেছে। গত ২/৩ দিন ধরে এ ধরনের অভিযোগে সরগরম রাজনৈতিক মাঠ।
সুত্র জানায়, সদর উপজেলা বিএনপির আওতাধীন ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঐ এলাকার নির্বাচন পরিচালনা কমিটি গঠনের জন্য দলী প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের বাসভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারী। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক সিকদার কে বাদ দিয়ে সদর উপজেলা বিএনপির আহবায়ক ঐ এলাকার সন্তান আলহাজ্ব নুরুল আমিন কে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি করা নিয়ে কিছুটা বাগবিতণ্ডা হয়।পরবর্তীতে দলীয় প্রার্থীর হস্তক্ষেপে সব ঠিক হয়ে গেলেও ইউনিয়ন বিএনপির সভাপতির দাবী প্রার্থীর বাসভবন থেকে বৈঠক শেষে তারা বেরিয়ে গেলে উপজেলা বিএনপির প্রভাবশালী নেতার লোকেরা তাকে হামলার উদ্দেশ্যে অপরিচিত লোক দিয়ে রাতের আধারে মোটরসাইকেল সহকারে তাকে বহনকারী মোটরসাইকেলে পিছনে থেকে ধাক্কা দেয়। এতে শ্রমিক দলের হালিম ও সেচ্ছাসেবক দলের নেতা সজিব পড়ে গিয়ে আহত হন। এদের মধ্যে সজিব(জুলাই যোদ্ধা) বর্তমানে শেবাচিম হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে ভর্তি সেচ্ছাসেবক দলের নেতা সজিব জানান,১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক সিকদার আমাদের সাথে মোটরসাইকেলে যাওয়ার কথা ছিল কিন্তু শীতের প্রকোপ থাকায় তিনি অটোতে করে বাসায় রওনা দেন।যেটা আততায়ীরা জানত না।তারা আমাদের মোটরসাইকেলটি রফিক সিকদারের মনে করে রাতের আধারে কুদঘাটা নামক স্থানে বসে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে আমরা আহত হই।সরোয়ার সাহেবের বাসায় বসে আমাদের সাথে নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে উপজেলা বিএনপির আহবায়কের লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। আমাদের ধাক্কা দেয়ার সাথে এ ঘটনার কোন যোগসাজশ থাকতে পারে।
১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক সিকদার জানান এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে। এবং সিনিয়র নেতৃবৃন্দ কে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সদর আসনের মনোনয়ন প্রাপ্ত মজিবর রহমান সরোয়ারের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেন নি।



Post Comment