বিএনপি নেতার নামে চাদা আদায়, ৩ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা ফারুক
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের নাম ভাঙিয়ে আমানতগন্জ এলাকার টিবি হাসপাতাল মাঠে অবৈধ ট্রাক স্টান্ড কটে ট্রাকপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা আদায় করত এক শ্রেণীর অসাধু ব্যাক্তি।বিষয়টি বেশকয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের নজরে এলে বিষয়টি গণমাধ্যমে প্রচার হয়।পরবর্তীতে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক মঙ্গলবার ২৫ মার্চ রাত ৮ টার দিকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ৩ ব্যাক্তিকে হাতেনাতে ধরে পাশ্ববর্তী আমানতগন্জ পুলিশ ফাড়িতে নিয়ে যায়। পরে তাদের কে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়ের করেছেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক।আটক ব্যক্তিরা হলেন রুহুল আমিন,আরিফ হোসেন,রবিউল ইসলাম। এরা প্রত্যেকেই আমানতগন্জ এলাকার বাসিন্দা। জানা গেছে এ সকল আটককৃত ব্যাক্তিরা ঐ এলাকার একটি সংঘবদ্ধ চক্র এরা বিএনপি নেতা ফারুকের নাম ভাঙিয়ে এ সকল কাজ করে আসছিল। এদের গ্রুপের বাকি সদস্যরা পলাতক রয়েছে। এ সকল চাদাবাজদের চেনেন না দাবি করে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, এরা কোন দলের নয়।আমি বিগত সময়ে পরিচ্ছন রাজনীতি করে এসেছি।সুতরাং আমার নাম ব্যাবহার করে কেউ যদি বাড়তি সুবিধা নিতে চায় তাকে ধরে বেধে রাখতে বলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক।পরে প্রশাসনের সহযোগিতা নিয়ে ঐ স্থান থেকে ট্রাক সড়িয়ে ফেলে পুরো মাঠ খালি করে দেন মনিরুজ্জামান ফারুক।
উল্লেখ্য, বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডে বরিশালের একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল। হাসপাতালের পাশেই একটি খোলা মাঠ। এটি টিভির মাঠ হিসেবে পরিচিত। ওই মাঠের অর্ধেক জায়গা নিয়ে হঠাৎ করেই ট্রাকস্ট্যান্ড বসানো হয়েছে।
মাঠটিতে বর্তমানে প্রায় অর্ধশতাধিক ট্রাক রাখা হয়েছে। ওই ট্রাকগুলো দেশের বিভিন্ন স্থান থেকে আলু, পেঁয়াজ ও তরমুজ নিয়ে বরিশালে আসে। পূর্বে ট্রাকগুলো বরিশাল স্টেডিয়ামের আশপাশে রাখা হলেও সম্প্রতি তা বক্ষব্যাধি হাসপাতালের মাঠ দখল করে রাখা হচ্ছে।
Post Comment