বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর সাথে সাক্ষাৎ করেছে মহানগর বিএনপির একাংশ!
নিজস্ব প্রতিবেদক ।।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক দলনেতা আব্দুল আউয়াল মিন্টুর সাথে সাক্ষাৎ করেছে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একাধিক যুগ্ম আহবায়ক ও সদস্যরা।৬ এপ্রিল বিকেলে রাজধানী ঢাকায় আব্দুল আউয়াল মিন্টুর অফিসে এ সাক্ষাৎ হয়।এ সময় বরিশাল মহানগরে
কমিটি গঠনে আহবায়ক ও সদস্যসচিবের খামখেয়ালিপনা সহ সার্বিক পরিস্থিতি ও বরিশাল মহানগর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়কের সমন্বয়ে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়।এ সময় বিভাগীয় টিম লিডার আব্দুল আউয়াল মিন্টুও বিভিন্ন বিষয়ে ঐক্যমত পোষন এবং তিনি বিষয়গুলো দেখবেন বলে আশ্বস্ত করেন। এ সময় বরিশাল থেকে আফরোজা খানম নাসরিনের সাথে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু,সদস্য নওশাদ নান্টু, সিরাজুল হক মৃধা,এ্যাডভোকেট সাইদ খোকন, নুরুল ইসলাম পনির।
উল্লেখ্য গত ৫ এপ্রিল বরিশাল মহানগরে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করতে ৮ টি সাংগঠনিক টিম গঠন করা হয়। যা কেন্দ্র কর্তৃক নির্ধারন করা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুন অবহিত ছিলেন না।
Post Comment