বিএনপি নেতা জুলহাস উদ্দীন মাসুদের পিতার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক ॥
মহানগর বিএনপির সদস্য জুলহাস উদ্দীন মাসুদের বাবা আবুল হাসেম মিয়া (১০৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা ২২ আগস্ট জুমা বাদ হেমায়েত উদ্দীন ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, সাবেক এমপি মেজবাহ উদ্দীন ফরহাদ, বিএনপি নেতা আসাদুজ্জামান খসরু, জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর যুবদলের সাবেক সভাপতি আক্তারুজ্জামান শামীম, সাবেক ছাত্রনেতা জিএম আতায়ে রাব্বিসহ আরো অনেকে। মরহুমের ছোট ছেলে আবুল হাসান রুপক
জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার বাবা জর্ডন রোডের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে জুলহাস উদ্দীন মাসুদের বাবার মৃতুর খবর শুনে তার বাস ভবনে ছুটে যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এসময় তিনি জুলহাস উদ্দীন মাসুদ সহ পরিবারের সদস্যদের সান্তনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
Post Comment