বিএমএসএফ বরিশাল মহানগরের শোকবার্তা
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশাল মহানগর। এক শোকবাণীতে মহানগরী নেতৃবৃন্দরা বলেন, ‘মরহুম রুহুল আমিন গাজী ছিলেন গণমাধ্যম জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি সাংবাদিক নেতা হিসাবেও বেশ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি সকল গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেন। সর্বোপরি তিনি ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী ও প্রাজ্ঞ গণমাধ্যমকর্মীকে হারালাম।
তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Post Comment