বিএমপি’র আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥
বিএমপি’র আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গতকাল বিএমপি’র রুপাতলিস্থ পুলিশ লাইন্স মাঠে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত “আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল পথ-পদবীর সদস্যদের সাথে নিয়ে অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্য পরিবেশে এক জমজমাট প্রাণবন্ত ফাইনাল খেলা উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়ে সবার প্রতি শুভাশিস জানান। এ সময় তিনি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে সকলের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে “হেডকোয়ার্টার্স ডায়নামাইটস “ ও “এমটি রয়েলস” এর মধ্যে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে “এমটি রয়েলস” ১-০ গোলে জয় লাভ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/উত্তর/ডিবি) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সাপ্লাই/সিএসবি) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল টিমের খেলোয়াড় ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
Post Comment