বিএমপির এয়ারপোর্ট থানায় নতুন ওসি মামুন
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি’র) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আল মামুন-উল ইসলাম।
আজ রবিবার (২৪) আগষ্ট এয়ারপোর্ট থানায় যোগদান করেন।
তিনি এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সিটিএসবি (City Special Branch)-এর “সি আই ও ১” (বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর কর্মকর্তা ছিলেন।
পুলিশের ইন্সপেক্টর মোঃ আল মামুন-উল ইসলাম বলেন,২০০০ সালে বাংলাদেশ পুলিশে এস আই সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে যোগদান করেন।
বাংলাদেশ পুলিশে যোগদান করার পর থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলার থানায় কর্মরত থাকার সময়কালেই তার দক্ষতা ও সততার সুনাম রয়েছে। সাধারণ মানুষকে আপন করে নিয়ে সেবা প্রদানে তার পরিচিতি রয়েছে। ইতিপূর্বে দায়িত্বপালন করা বিভিন্ন জায়গার মানুষ তাকে এখনো স্মরণ করছে। এমন একজন সুদক্ষ ও সৎ অফিসারের আগমনে এয়ারপোর্ট থানার দৃশ্যপট পাল্টে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।
তিনি আরও জানান, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বিভিন্ন সময় তিন বছর পেশাদারত্ব, সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর ( ওসি) আল মামুন-উল ইসলাম। তার যোগদানে (বিএমপি) এয়ারপোর্ট থানাধীন এলাকাবাসীর সহযোগিতা,সহকর্মীদের দোয়া ও ভালোবাসা একান্ত কাম্য।
Post Comment