Loading Now

বিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক ॥

গতকাল সকাল সাড়ে ১০টায় বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতি বিএমপির বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Post Comment

YOU MAY HAVE MISSED