বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) জোন কার্যালয় পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক ।।
বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) জোন কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন।
এসময় তিনি জোন কার্যালয়ের সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পর্যালোচনা করেন এবং এ সংক্রান্ত সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন, পরিদর্শন বইতে নোট করেন।
এছাড়াও তিনি থানার অফিসারা সততা ও পেশাদায়িত্বের সাথে দায়িত্ব পালন করা, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং সহ সচেতনতা প্রচারনা কার্যক্রম সঠিক ভাবে করছে কিনা সে সব বিষয় খোঁজ খবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ মশিয়ার রহমান, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) অলক কান্তি শর্মা সহ অন্যান্য অফিসার ও ফোর্স।



Post Comment