Loading Now

বিএম কলেজছাত্রীর আত্মহত্যা

 

উজিরপুর প্রতিনিধি।।

বরিশালের উজিরপুরে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

আত্মহননকারী মারিয়া আক্তার (১৯) উজিরপুর উপজেলার পশ্চিম ওটরা গ্রামের মো. ফারুক হোসেনের মেয়ে ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্সের শিক্ষার্থী।

স্বজনরা জানান, শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে মারিয়া আক্তার নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে তার বাবা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ পরিবারের পক্ষ থেকে কেউ জানাতে পারেনি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED