বিএম কলেজে বাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের দুই ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে তাল ঝুলিয়ে দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ৩২ হাজার শিক্ষার্থীর পদচারনায় মুখর থাকে ব্রজমোহন কলেজ। ছাত্র সংসদ নির্বাচন ছত্রদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু গত ২৪ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের অধিকা আদায়ে ভূমিকা রাখতে পারছে না বাকসু।
তাদের অভিযোগ, নির্বাচনের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। তাই বাধ্য হয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন তারা।
বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলছেন, ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। শিক্ষকদের নিয়ে কমিটি করা হয়েছে। এখন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।
Post Comment