Loading Now

বিএম কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই আ্যাসোসিয়েশন কমিটি গঠন

 

নিজস্ব প্রতিবেদক ॥

সরকারি ব্রজমোহন কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই আ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১১ জানুয়ারি রাতে সাগরকন্যা কুয়াকাটায় হোটেল ড্রিম প্যালেস হলরুমে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ১৯৭৩-৭৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রফেসর জাহান আরা বেগম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের মো. মিজানুর রহমান বাদশা।

অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সাবেক যুগ্ম পরিচালক রথিন বড়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, সহকারী কমিশনার হিসেবে ছিলেন- শিক্ষা সফর বাস্তবায়ন কমিটির আহবায়ক মিজানুর রহমান প্রিন্স ও সদস্য সচিব এম. সাইফুল্লাহ। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরের মাধ্যমে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

এরআগে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি অধ্যক্ষ তপংকর চক্রবর্তী। বিগত ২ বছরে সরকারি বিএম কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যসোসিয়েশনের কার্যক্রম ও আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাদশা ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আযাদ আলাউদ্দীন।

উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী ও রথিন বড়াল, সহ-সভাপতি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, মাহমুদা বেগম মনু, খায়রুন নাহার রুবি, ড. কামরুন্নেছা আজাদ রুবি, অধ্যাপক আবু জাফর, রমেন চন্দ্র দেবনাথ, কবি নয়ন আহমেদ, মোহাম্মদ আবুল খায়ের, মুন্সী এনাম, রিয়াজুর রহমান প্রমুখ প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি বিএম কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন আজীবন সদস্যদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান ছাড়াও নিয়মিত বার্ষিক প্রকাশনা ‘বন্ধন’ তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এ পর্বে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাহিত্য সম্পাদক ও বন্ধন ম্যাগাজিনের সম্পাদক অধ্যাপক কবি পথিক মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য লামিয়া আক্তার।

এছাড়াও কুইজ প্রতিযোগিতা, যাদু প্রদর্শন, সাংস্কৃতিক ও ম্যাগাজিন অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ সাবাইকে মুগ্ধ করে।

Post Comment

YOU MAY HAVE MISSED