বিএম কলেজ রোড এলাকায় দেয়াল স্থাপন করাকে কেন্দ্র করে আহত-১
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর বিএম কলেজ রোড এলাকায় দেয়াল স্থাপন করাকে কেন্দ্র করে কৃষি অফিসের কম্পিউটার অপারেটরকে হত্যার চেষ্টায় ইট মেরে ডান হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৮ ডিসেম্বর শনিবার সকাল আনুমানিক ১১ টার দিকে ইন্দোবাংলার বিপরীতে কালমেঘা লজ গলির ভিতরে এ ঘটনা ঘটে। আহতের নাম মনিরুজ্জামান। সে ওই এলাকার কাজল খানের ছেলে। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছে। আহত মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান ও তার পরিবারদের সাথে পার্শ্ববর্তী মৃত নজরুল ইসলামের স্ত্রীর শামীমা আক্তার ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
শামীমা নিয়ম কানুন না মেনে তার বিল্ডিংয়ে সীমানা প্রাচীর স্থাপন করে। এতে করে পার্শ্ববর্তী মনিরুজ্জামানের অসুবিধা হয়। আর এটাকে কেন্দ্র করে প্রাচীর স্থাপনায় বাধা দিলে শামীমার সাথে মনিরুজ্জামানের দ্বন্দ্ব হয়। এরই জেরে শামীমা ও তার ছেলে মুরাদ জুবায়ের এবং তাদের সহযোগী হাসান প্রকৌশলী সহ ১৫/২০ জন সহযোগী মনিরুজ্জামানকে হুমকি দেয়। একপর্যায়ে শামীমার নির্দেশে সহযোগীরা নির্মাণাধীন ভবন থেকে ইট
সে ওই এলাকার কাজল খানের ছেলে। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছে। আহত মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান ও তার পরিবারদের সাথে পার্শ্ববর্তী মৃত নজরুল ইসলামের স্ত্রীর শামীমা আক্তার ও তার প এরই জেরে শামীমা ও তার ছেলে মুরাদ জুবায়ের এবং তাদের সহযোগী হাসান প্রকৌশলী সহ ১৫/২০ জন সহযোগী মনিরুজ্জামানকে হুমকি দেয়। একপর্যায়ে শামীমার নির্দেশে সহযোগীরা নির্মাণাধীন ভবন থেকে ইট মেরে মনিরুজ্জামান এর ডান হাত ভেঙ্গে দেয়। বর্তমানে মনিরুজ্জামান হাসপাতালে মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছে।
এই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়
Post Comment