Loading Now

বিচার, নির্বাচন ও সংস্কার দেশে এখন আবর্তিত আছে : দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক ।।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কারের ধারা অব্যাহত রাখতে আমরা নির্বাচনকে সুযোগ হিসেবে দেখতে চাই।

আজ বুধবার বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে নাগরিক প্লাটফর্ম বাংলাদেশ আয়োজিত প্রাক নির্বাচনী আঞ্চলিক কর্মশালায় একথা বলেন তিনি। নাগরিক ইশতেহার বিষয়ক এ কর্মশালায় নগরীর বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রতিনিধি অংশগ্রহন করেন।

এ সময় তিনি বলেন- বিচার, নির্বাচন ও সংস্কার এই তিনটি বিষয় দেশে এখন আবর্তিত আছে। এর একেকটি এক এক পর্যায়ে আছে। দেশে ব্যাবসায়ী রাজনীতিবিদ ও আমলা মিলে ত্রিশক্তির উত্থান হয়ে উন্নয়নের ধারায় বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলো। কর্মশালায় আগামি সরকারের কাছে এসবের প্রতিকারের দাবি তুলে ধরা হয়।

কর্মশালায় জামায়াতের বরিশাল মহানগরের আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য সচিব মনিষা চক্রবর্তী, এনসিপির বরিশাল জেলার আহবায়ক আবু সাঈদ মুসা, প্রফেসর শাহ সাজেদাসহ পরামর্শ সভায়, বরিশাল ও সংশ্লিষ্ট অঞ্চলের সাধারণ নাগরিক, শিক্ষক, গবেষক, রাজনৈতিক দলসমূহের স্থানীয় পর্যায়ের প্রতিনিধি, আইনজীবি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন। কর্মশালায় সিপিডির অধ্যাপক মোস্তাফিজুর রহমান সমাপনী বক্তব্য রাখেন।

Post Comment

YOU MAY HAVE MISSED