Loading Now

বিতর্কিত শিক্ষক মাইদুলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

 

নিজস্ব প্রতিবেদক ॥

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাইদুল ইসলাম এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার ২৪ অক্টোবর বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন ওই নির্দেশ দেন।

বাদী সেকান্দার আলী মামলায় উল্লেখ করেন ‘তার নাতনি হালিমা খাতুন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার অজুহাতে ছাত্রীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এছাড়া আসামী বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয়। এক পর্যায়ে ছাত্রী ২০২৪ সালের ৬ মে প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত দেন। দরখাস্ত পাওয়ার পর তদন্ত কমিটি হয়। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে ২০২৪ সালের ৭ মে স্কুলের এক সভায় ওই শিক্ষককে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্ত করেন।

 

এরপর শিক্ষক ক্ষিপ্ত হয়ে আবারও ওই ছাত্রী কে ধর্ষণচেষ্টা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী হুমায়ন কবির।

Post Comment

YOU MAY HAVE MISSED