Loading Now

বিপিএলে পারিশ্রমিক নিয়ে জটিলতা, মালিকদের সঙ্গে বসবে বিসিবি

 

স্পোর্টস ডেক্স ।।

দর্শক টানতে পারলেও বিপিএল শুরু থেকেই নানা ঝামেলায় জর্জরিত। প্রথম কয়েক বছর প্রধান সমস্যা ছিল, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ভোগান্তি। মাঠে খেলেও পারিশ্রমিক পেতে জুতার তলা ক্ষয় করতে হয়েছে ক্রিকেটারদের।

সেটা দূর করতে গিয়ে নানান কার্যক্রম হাতে নিয়েছে বিসিবি। কিন্তু কিছুতেই কিছু হয়নি। অবশেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করার পাশাপাশি বিসিবির নিজস্ব তহবিল থেকে পেমেন্ট দেওয়ার সিদ্ধান্তও হয়।

অর্থাৎ কোনো ফ্র্যাঞ্চাইজি নির্দিষ্ট সময় ও চুক্তিমাফিক পেমেন্ট না দিলে বিসিবির অর্থায়নে পেমেন্ট পাবেন ক্রিকেটাররা। তারপর থেকে ধীরে ধীরে এসব নিয়ে সমস্যা কমতে শুরু করে।

এর পাশাপাশি ডাউন পেমেন্টের ব্যবস্থাও চালু করা হয়। অর্থাৎ শুরুর আগে ২৫ শতাংশ পারিশ্রমিক, আসর চলাকালীন ৫০ শতাংশ এবং শেষ হওয়ার পর বাকি ২৫ শতাংশ দেওয়ার কথা বলা হয়। কিন্তু এবার সেই নিয়ম মেনে পেমেন্ট করেনি কয়েকটা দল।

এর মধ্যে রাজশাহীর পারিশ্রমিক নিয়ে ক্রিকেটাররা রীতিমতো প্রতিবাদমুখর হয়ে প্র্যাকটিস বয়কটও করেছে। পরে অবশ্য রাজশাহী ফ্র্যাঞ্চাইজিরা পেমেন্ট নিয়ে একটা সুরাহায় বসেন। এসব নিয়ে আজ শনিবারের বোর্ডসভায় ব্যাপক আলোচনা হয়েছে। সভাপর পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম।

 

বিসিবি মিটিং শেষে মাহবুব আনাম জানান, বোর্ড কর্তারা বিপিএলের পেমেন্ট নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, তা অবগত। বিপিএলের পেমেন্ট নিয়ে সৃষ্ট জটিলতা ও সমস্যা যে দেশের ক্রিকেটের জন্য একটা কালো দিক তাও স্বীকার করেন তিনি।

মাহবুব আনাম বলেন, ‘বিপিএল নিয়ে কিছু কিছু টিমের প্লেয়ার পেমেন্ট এবং অন্য সমস্যা হচ্ছে। আমরা এটা এড্রেস করবো। বিপিএলে আমাদের বাংলাদেশের নাম জড়িত এবং সম্মান জড়িত। সুতরাং আমরা সিরিয়াসলি এড্রেস করবো।’

পেমেন্ট নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিল কী কী পদক্ষেপ নিতে পারে? তা জানতে চাইলে বিসিবি পরিচালক জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপিএলের মালিকদের সাথে বসবেন তারা।

 

‘পুরো ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। সবকিছু খোলামেলা আলাপ করেছি। বিপিএল গভর্নিং কাউন্সিল, মালিকদের নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বসা হবে। দূরত্ব ক্লোজ করবো। চুক্তির অবলিগেশন মিট করা হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED