বিবাহবার্ষিকীতে নতুন লুকে চমকে দিলেন রোজা
বিনোদন ডেক্স ।।
সম্প্রতি নতুন লুকে ধরা দিয়েছেন তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ। বছরে ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান খান। ইতোমধ্যে কেটে গেছে তাদের এক বছরের দাম্পত্য। বিবাহবার্ষিকীতে রোজার নতুন এই লুক চমকে দিল নেটিজেনদের।
রোজা আহমেদ এদিন ঝকমকে কর্সেট গাউনে ধরা দেন; যেখানে তাকে গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়। সাধারণত পার্টি, রিসেপশন বা রেড-কার্পেট টাইপ ড্রেস হিসেবে ব্যবহৃত হয়।
সামাজিক মাধ্যমে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায় বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া। নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ এই সারপ্রাইজ দিয়েছেন তাহসান।
২০২৫ সালের ৪ জানুয়ারি একে অন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন তাহসান খান ও রোজা আহমেদ। রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আবহে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।



Post Comment