বিভিন্ন দাবীতে খাদ্য অধিকার বাংলাদেশ এর স্মারকলিপি পেশ
নিজস্ব প্রতিবেদক ॥
বিদ্যমান বৈষম্য হ্রাস করে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর বৃদ্ধির মাধ্যমে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমানোর দাবিতে খাদ্য অধিকার বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহবানে বরিশাল জেলা কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য অধিকার বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ খাদ্য অধিকার বাংলাদেশ বরিশাল জেলা কমিটির প্রতিনিধিবৃন্দ।
বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে পক্ষকালব্যাপি প্রচারাভিযান কর্মসূচির অংশ হিসেবে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে খাদ্য অধিকার বাংলাদেশ নিন্মক্ত সুপারিশসমূহ উপস্থাপন করে: অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া, গ্রাম ও শহরাঞ্চলের প্রান্তিক ও শ্রমজীবী মানুষ যাতে খেয়ে-পরে বাঁচতে পারে, সেজন্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার পাশাপাশি তাদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা, নিয়মিত বাজার মনিটরিং ও স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ বৃদ্ধি করা, বিদ্যমান বৈষম্য হ্রাস করে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর বৃদ্ধি, দারিদ্র্যপ্রবণ এলাকা ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তাসহ দারিদ্র্য বিমোচনে বহুমুখী (শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ইত্যাদি) কর্মসূচি গ্রহণ,
খাদ্য অধিকার ইস্যুতে নাগরিক সমাজের সংগঠন, কৃষক সংগঠন, ছাত্র, গবেষক, যুব, নারী, মৎস্যজীবী, ক্ষুদ্র পারিবারিক কৃষকসহ সকলের জোরালো দাবি/কন্ঠস্বর উত্থাপনের সুযোগে কৃষি ও খাদ্যব্যবস্থায় বহুবিধ অংশীদারিত্ব গড়ে তোলা, নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা এবং বেড়িবাঁধ সংস্কারের ব্যবস্থা করা, উপকূলীয় অঞ্চলের লবন সহিষ্ণু উন্নত জাতের বীজ বিনামূল্যে সরবরাহ নিশ্চিত করা।
Post Comment