Loading Now

বিভিন্ন মন্ডপ পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ

 

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল মহানগর জামায়াতের নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরীর লোকনাথ মন্দির, ইসকন মন্দির, শংকর মঠসহ গুরুত্বপূর্ণ মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় মহানগর নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার খোঁজখবর নেন এবং যেকোনো সব সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি দক্ষিণ থানা আমির তারিকুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক জাহাঙ্গীর কবীর, অ্যাডভোকেট রিয়াজুল হক, আব্দুস সত্তার, সাইদ আহমেদ খান,আব্দুর রাজ্জাক প্রমুখ।

Post Comment

YOU MAY HAVE MISSED