Loading Now

বিয়ের জন্য রাখা স্বর্ণালংকার নিয়ে গেলো ডাকাতরা

 

নিজস্ব প্রতিবেদক ॥

শনিবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মকবুল হোসেনের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তার কন্যার বিয়ের জন্য কেনা স্বর্ণালংকার, নগদ অর্থ ও জমির দলিলপত্র নিয়ে গেছে।

মকবুলহোসেন জানান, আগামী শুক্রবার তার ছোট কন্যার বিয়ে। তাই ১০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার কিনেছিলেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ৮/১০ সদস্যের একটি ডাকাত দল তার ঘরে হানা দেয়। ডাকাতরা জানালার গ্রীল ভেঙ্গে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে বেধে ফেলে। এ সময় ডাকাতরা জানান ‘আমরা পাক্কা খবর নিয়ে এসেছি, কন্যার বিয়ের জন্য স্বর্ণালংকার কেনা হয়েছে’। তখন অস্বীকার করলে কন্যাকে ধর্ষণ করার হুমকি দেয়। তখন বাধ্য হয়ে ঘরের মধ্যে গর্ত করে লুকিয়ে রাখা ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ডাকাতদের হাতে তুলে দেয়া হয়।

মকবুল হোসেন আরো জানান, ডাকাতরা ঘরে থাকা নগদ ৮৫ হাজার টাকা, জমির ১৮ দলিলসহ পর্চা লুট করেছে। ডাকাত সদস্যরা ২৫/৩০ বছর বয়সী বলে জানান তিনি।

এ বিষয়ে মহানগর পুলিশের বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED