বিয়ের দুই সপ্তাহ পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকার
স্পোর্টস ডেক্স ।।
মৃত্যুর কোনো দিনক্ষণ নেই। কখন যে কার দরজায় কড়া নাড়বে, সেটা কেউই বলতে পারবেন না। কারণ, লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা যে ঘুণাক্ষরেও টের পাননি, আজই তাঁর জীবনের শেষ দিন হতে যাচ্ছে। মাত্র ২৮ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা আজ জোতার মৃত্যুর খবর দিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, তিনি ও তাঁর ভাই আন্দ্রে দুজনই না ফেরার দেশে চলে গিয়েছেন। স্পেনের জামোরা প্রদেশ এলাকায় তাঁদের গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে। তৎক্ষণাৎ গাড়িতে আগুন ধরে যায়।
মৃত্যুর দুই সপ্তাহ আগে জোতা তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রুত কার্দোসোকে বিয়ে করেছিলেন। সামাজিক মাধ্যমে সেই ছবি তখন পোস্ট করেছিলেন লিভারপুল ফরোয়ার্ড। এখন সেগুলো শুধুই স্মৃতি।
Post Comment