Loading Now

‘বিয়ের পিঁড়িতে’ বসার গুঞ্জন, অথচ তামিম ব্যস্ত সিলেটে

স্পোর্টস ডেক্স ।।

 

সামনে ব্যস্ত সূচি। সিলেটে নেদারল্যান্ডস সিরিজ। এরপর এশিয়া কাপ। এর মাঝেই আলোচনায় চলে এলেন বাংলাদেশ দলের তরুণ ওপেনার তানজিদ তামিম। কারণ সামাজিক যোগাযোগমাধ্যম।

বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের এই বাঁ-হাতি ব্যাটার বাগদান সেরেছেন। তার নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট আসায় বিষয়টি দ্রুত ছড়িয়ে যায়। কয়েকটি গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে। তবে পোস্টটি ভেরিফায়েড পেজে ছিল না।

আরও পড়ুন
অ-১৫ ছেলেদের কাছে হেরে বসল নারীদের লাল দল
অ-১৫ ছেলেদের কাছে হেরে বসল নারীদের লাল দল
ফেসবুক পোস্টে লেখা ছিল, ‘দুটি আত্মা একটি হৃদয়। একসঙ্গে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।’ ছবিতে নবপরিণীতার হাত ধরে দাঁড়িয়ে আছেন তিনি। তবে পুরনো ছবিই নতুন করে ছড়িয়ে পড়ায় সৃষ্টি হয় বিভ্রান্তি।

অথচ এই পোস্ট যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, তখন সিলেটে অনুশীলনে ব্যস্ত তামিম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠে যাওয়ার সময় তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন উপস্থিত সাংবাদিকরা। আর ঠিক তখন মুচকি হেসে তানজিদ বলেন, ‘আরে ভাই, এক বছর আগে বিয়ে করেছি।’

আরও পড়ুন
ছক্কা মারার ক্লাস শুরু, কতটা লাভ হবে সন্দিহান ক্রিকেটাররা
ছক্কা মারার ক্লাস শুরু, কতটা লাভ হবে সন্দিহান ক্রিকেটাররা
তখন পাশে থাকা শান্তও খানিকটা খুনসুটিতে মেতে ওঠেন এই বলে, ‘এক বছর আগে করছ, দেখাইছ এক বছর পর, তাহলে হবে?’ সাথে থাকা জাকের আলীও এই রসিকতায় যোগ দেন সঙ্গে সঙ্গে।

২৪ বছর বয়সী তানজিদ বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশকে জিতিয়েছেন বিশ্বকাপ। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে নিজের নাম করে তুলেছেন। ২৬টি ওয়ানডেতে চারটি ফিফটিসহ করেছেন ৫৪৮ রান। টি-টোয়েন্টিতে খেলেছেন ২৯ ম্যাচ, করেছেন পাঁচটি হাফসেঞ্চুরি ও ৬৫৫ রান।

মাঠে যতটা আগ্রাসী, ব্যক্তিজীবনে ততটাই লাজুক এই ওপেনার। এতটাই যে নিজের স্ত্রীর নাম পর্যন্ত প্রকাশ করেননি।

Post Comment

YOU MAY HAVE MISSED