Loading Now

বিয়ে পাগল সেই বন কর্মকর্তাকে অবশেষে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক ॥

বিয়ে পাগল সেই বন কর্মকর্তাকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনিয়ে চাকরি জীবনে তিনবার বরখাস্ত হলেন সরকারি এ কর্মকর্তা। গত ১৬ই সেপ্টেম্বর রাতে মুঠোফোনে বিষয়টি বন কর্মকর্তা নিজেই নিশ্চিত করেছেন। এর আগে চলতি বছরের ৯ এপ্রিল বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবী এবং নির্যাতনের অভিযোগ এনে বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন খুলনা জেলার সোনাডাঙা এলাকার বাসিন্দা খাদিজা আকতার। এছাড়া বাগেরহাটের মোংলা এলাকার নাসরিন আকতার দোলন নামে আরেক স্ত্রী ২০১৯ সালে আদালতে কবির হোসেনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলা এখনো চলমান আছে।

স্ত্রীদের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা। গত ১১ই সেপ্টেম্বর অভিযোগের তদন্ত করতে বরিশাল আসেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান। তিনি নগরীর কাশিপুরে অবস্থিত কোস্টাল সার্কেলে বসে অভিযোগকারী দুই স্ত্রী, তাদের স্বজন এবং বন কর্মকর্তার সাথে কথা বলেন। তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় বিভাগীয় বন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। এর আগে একই অভিযোগে তাকে দুইবার বরখাস্ত করা হয়েছিলো। পরবর্তীতে সাবেক মন্ত্রী দিপুমনির সুপারিশে তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়।

অভিযোগকারী খাদিজা আক্তার এর ভাষ্য- সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ৫ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন কবির হোসেন পাটোয়ারী। বিয়ের দ্বিতীয় দিনই তার বাবার বাড়ির ভবনের দ্বিতীয় তলা লিখে দিতে বলেন সরকারি এ কর্মকর্তা। রাজি না হওয়ায় মারধর করে বের করে দেওয়া হয় বাসা থেকে। এরপর ৯ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী।

বিদেশে পড়াশোনা, সরকারি চাকরি পাইয়ে দেওয়া, গাড়ি-বাড়ির প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রথমে বিয়ে করেন সরকারি এ কর্মকর্তা। এরপর বেশ কয়েক দিন দৈহিক চাহিদা পূরণের পরই শারীরিক ও মানসিক নির্যাতন করে গৃহত্যাগ করতে বাধ্য করা হয়।

চাকরি দেওয়ার কথা বলে ২০১৭ সালে বাগেরহাটের মোংলা এলাকার নাসরীন আক্তার দোলনকে বিয়ে করেন কবির হোসেন। কিছুদিন না যেতেই তাকে যৌতুকের দাবিতে নির্যাতন শেষে বাসা থেকে তাড়িয়ে দেন। সেই নির্যাতনের ভয়াবহতা এখনো বয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী ওই নারী।

চাঁদপুর জেলার তুষপুর গ্রামের মোশাররফ হোসেন পাটোয়ারীর ছেলে কবির হোসেন এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। বন বিভাগের এই উচ্চ পদ ব্যবহার করে মূলত ফাঁদে ফেলেন অনেক নারীকে।

এসব বিষয়ে অভিযুক্ত কবির হোসেন পাটোয়ারীর কাছে জানতে চাইলে তিনি তার আইনজীবীর মাধ্যমে বক্তব্য দেন।

Post Comment

YOU MAY HAVE MISSED