বিরাটের জন্মদিনে অজানা তথ্য ফাঁস করলেন অনুশকা
বিনোদন ডেক্স ।।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আজ (৫ নভেম্বর) ৩৬ বছরে পা দিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার স্ত্রী বলিউড নায়িকা আনুশকা শর্মা এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট ও তার দুই সন্তানদের ছবি পোস্ট করে, বুঝিয়ে দিলেন অকায় এবং ভামিকাকে সামলাতে বিরাটের প্রতিদিন নাজেহাল হতে হয়। এ তথ্য এতদিন তাদের অনুরাগীরা জানতেন না। এবার তা ফাঁস করে দিলেন এ অভিনেত্রী।
অনুশকা তার ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা গেছে দুই সন্তানকে কোলে নিয়ে একেবারে হিমশিম খাচ্ছেন বিরাট। তাদের দুই সন্তান যে মোটেই শান্তশিষ্ট নয়, তা অনুশকার পোস্ট করা এ ছবি দেখে ধারণা করা যায়।
আনুশকা অভিনয়ের পাশাপাশি এখন মা হিসেবে দায়িত্ব পালনে ভীষণ ব্যস্ত। সন্তান হওয়ার পর আর অন্যান্য মায়েদের মতো অনুশকারও জীবন পাল্টে গেছে- তা আর বলার অপেক্ষা রাখে না! সে কারণেই এবার অভিনয় নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন এ নায়িকা।
আনুশকা সাফ জানিয়ে দিয়েছেন যে, মেয়ে ভামিকা এখন বড় হচ্ছে। তার পেছনেই বেশিরভাগ সময়টা দিতে চান তিনি। তাই এখন আর আগের মতো সিনেমা করবেন না এ অভিনেত্রী। খুব বেছে বেছে কম সিনেমায় কাজ করার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, এখন থেকে বছরে একটির বেশি সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন অনুশকা।
এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। যেভাবে জীবন কাটাচ্ছি, তাতে আমি খুব খুশি। একজন অভিনেত্রী বা তারকা হিসেবে, কিংবা মা-স্ত্রী হিসেবে কিছু প্রমাণ করতে চাই না। আমি শুধু সেটাই করব, যেটা আমাকে আনন্দ দেয়। অভিনয় উপভোগ করি, তবে এখন থেকে বছরে একটি করে সিনেমা করব’।
তিনি আরও বলেন, ‘পরিবারকে বেশি সময় দিতে চাই। কারণ ভামিকার এখন আমাকে প্রয়োজন। বিরাটও বাবা হিসেবে অসাধারণ। যতটা পারে মেয়েকে সময় দেয়। তবে এটা খেয়াল করেছি যে, বাবার চেয়েও ওর এখন আমাকে বেশি দরকার’। আনুশকা বছরে একটির বেশি সিনেমা করবেন না বলার পর তার অনুরাগীরা মন খারাপ করেছেন। তবে সন্তানদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া তার প্রশংসা করছেন অনেকেই।
Post Comment