বিশ্ব বসতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
পরিকল্পিত উন্নয়ন ধারা, নগর সমস্যায় সাড়া এই স্লোগান নিয়ে আজ ৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯ টায় বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং নগর উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গণপূর্ত সার্কেল বরিশাল মানিক লাল দাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক বরিশাল মোঃ মাসুদ খান, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
সভায় অতিথিরা বলেন, ‘পরিকল্পিত উন্নয়নের জন্য সবাইকে সচেতন হতে হবে। গ্রামে যেসব বহুতল ভবন গড়ে উঠছে, সেগুলো অবশ্যই আইনের আওতায় নির্মাণ করতে হবে। কৃষিজমি নষ্ট করে উন্নয়ন করা হলে কৃষি খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে। কৃষি জমি জাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
Post Comment