Loading Now

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ।।

‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’ প্রতিপাদ্যে ওজন ও পরিমাপ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত হয়েছে। আজ ২০ মে মঙ্গলবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও বিএসটিআই বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি রেঞ্জ মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার বরিশাল, মোঃ শরিফ উদ্দীন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন কলকারখানা ব্যাবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে জনসচেতনতা বাড়াতে তাদের প্রচার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে পণ্যের মান নিশ্চিতে পূর্ণাঙ্গ ল্যাবরেটরি স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় অতিথিরা বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৫ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED