Loading Now

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ।।

“শিক্ষক পেশাঃ মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালে ‍”বিশ্ব শিক্ষক দিবস ২০২৫” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ অক্টোবর) রবিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল সুফল চন্দ্র গোলদার। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), বরিশাল বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ হারুনুর রশীদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সভায় বলা হয় পূর্বের তুলনায় সরকার শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নয়ন করেছে এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষা নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। চতুর্থ শিল্পবিপ্লব, জ্ঞান ও প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধির শিক্ষা ও শিক্ষ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিক্ষক। কারণ, একজন শিক্ষক এবং শিক্ষা বিশেষজ্ঞই পারেন তথ্য-উপাত্তের ভিত্তিতে জ্ঞানের অজানা জগৎ এবং ক্রমবর্ধমান জ্ঞানের সঙ্গে শিক্ষার্থীদের সারা বিশ্বে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন জ্ঞানের সংযোগ ঘটাতে। কিন্তু বাংলাদেশের ন্যায় সারা বিশ্বে এমন শিক্ষকদের শিক্ষক স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে। এই জটিল পরিস্থিতির পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন: শিক্ষকদের কাজের চাপ বৃদ্ধি এবং পেশাগত অবস্থার অবনতি হওয়ায় শিক্ষকতা পেশা তার স্বকীয়তা হারাচ্ছে। সুতরাং প্রতিটি শিক্ষক সময় মত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি এবং সঠিকভাবে দায়িত্ব পালন করলে সিংহভাগ সমস্যাগুলো সমাধান হয়ে যায়। সভায় আরও বলা হয় শিক্ষকদের আরও সচেতন হতে হবে ছাএ ছাএীদের লেখাপড়ায় মনোযেগী করে তুলতে হবে। বাংলাদেশ যে শিক্ষক সল্পতা রয়েছে তার সংকট কাটিয়ে উঠতে বর্তমান সরকার কাজ করছে। পাশের সাথে সাথে শিক্ষার মান বাড়াতে হবে।

 

শুরুতে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়ে নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব শিক্ষক দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED