বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দিল কলকাতা
স্পোর্টস ডেক্স ।।
আইপিএলের মিনি নিলামে বড় আলোচনার জন্ম দিয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে নিলামের পরই ভারতীয় গণমাধ্যমে খবর আসে মুস্তাফিজকে দলে না রাখতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেছে কলকাতা নাইট রাইডার্স। দলটি নিশ্চিত করেছে, মুস্তাফিজুর রহমানকে এবারের আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না এবং তাকে দল থেকেও বাদ দেওয়া হয়েছে।
কেকেআরের বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী আসন্ন মৌসুমের আগে মুস্তাফিজকে ছেড়ে দিতে হয়েছে। বিসিসিআইয়ের নির্দেশ মেনেই সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
‘এছাড়া আইপিএলের নিয়ম অনুযায়ী, মুস্তাফিজের জায়গায় কলকাতা নাইট রাইডার্স নতুন একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি পাবে বলেও জানানো হয়েছে।’
সব মিলিয়ে, নিলামে বড় অঙ্কে দল পেলেও এবারের আইপিএলে মাঠে নামা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের।



Post Comment