বিসিসির পরিচালনা পর্ষদ গঠন!
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল সিটি করপোরেশনের ৪০ জন
কাউন্সিলরদের অপসারনের এক দিনের মাথায় নগরের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রশাসক করবেন মেয়রের দায়িত্ব এবং ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা কাউন্সিলরদের দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্যরা কে কোন ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন প্রশাসক তা নির্ধারন করে দেবেন।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিটি গঠনে চিঠি পেয়েছি । দ্রুত কমিটির সদস্যদের নিয়ে সভা করে দায়িত্ব ভাগ করে দেব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার উপ সচিব মোহাম্মদ ছামসুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ মোতাবেক সরকার কর্তৃক কমিটি গঠন করে দেওয়া হলো’।
এই কমিটির সদস্যরা সিটি করপোরেশনের প্রশাসককে সার্বিক কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করবেন এবং কমিটির সদস্যরা কাউন্সিলরদের দায়িত্ব পালন করবেন। এ জন্য তারা নির্দিষ্ট ভাতা প্রাপ্য হবেন। তবে তা (কোনক্রমেই ৫ হাজার টাকার বেশি নয়) কমিটিতে প্রশাসক সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন :
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার,পানি সরবরাহ ও পয়:নিস্কাশন কর্তৃপক্ষের উপ ব্যবস্থাপনা পরিচালক,উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য,বন্দর কর্তৃপক্ষের সদস্য,অতিরিক্ত জেলা প্রশাসক,বিটিএলএর মহাব্যবস্থাপক,গণপূর্ত,সড়ক ও জনপথ,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ,জনস্বাস্থ্য প্রকৌশল ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ,স্বাস্থ্য বিভাগের পরিচালক,পরিবেশ ও বন বিভাগের প্রতিনিধি,বিআইডব্লিউটিএ এর প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা বিভাগের উপ পরিচালক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ পরিচালক।
তবে এ সকল সরকারি কর্মকর্তারা কিভাবে জনগণকে তৃনমুল পর্যায়ের সেবা প্রদান করবে তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।
Post Comment