Loading Now

বিসিসির ১৬০ পরিচ্ছন্নতা কর্মীর চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিক) ছাঁটাই হওয়া ১৬০ পরিচ্ছন্নতা কর্মীকে পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নগর ভবনের সামনে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি হয়।

চাকুরিচ্যুত শ্রমিক হোসেন আলী বলেন, কোনো ধরনের কারণ দর্শানো কিংবা কোনো ধরনের নোটিশ ছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে আমাদের ছাঁটাই করা হয়েছে। দুই মাসের বেতন বকেয়া থাকা অবস্থায় হঠাৎ চাকরি চলে যাওয়ায় এখন আমরা অসহায় জীবনযাপন করছি।

অন্য কোনো পেশার সঙ্গে জড়িত না থাকায় তাৎক্ষণিকভাবে বিকল্প কিছু করারও সুযোগও নেই। তাই চাকরি ও বকেয়া বেতন দেওয়ার জন্য নগর ভবনের কর্মকর্তাদের কাছে গিয়েও সমাধান হয়নি।

অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন ভুক্তভোগী পরিচ্ছন্নতাকর্মীরা।

Post Comment

YOU MAY HAVE MISSED