Loading Now

বৃষ্টির দিনে ঘরে শিশুকে সক্রিয় রাখবেন যেভাবে!

অনলাইন ডেক্স ।।

বর্ষাকাল মানেই কখনো রোদ, কখনো বৃষ্টি। কোনও কোনও দিন আবার একটানা বৃষ্টি। বাইরে মাঠ-ঘাট জল-কাদায় ভর্তি। এমন দিনে শিশুকে নিয়ে বাইরে যাওয়ার উপায় নেই। আবার দিনের পর দিন শিশুদের ঘরবন্দি রাখাও বেশ কঠিন কাজ। ঘরে থাকলেই ফোন-টিভি দেখার বায়না। িএমন পরিস্থিতি শিশুদের ব্যস্ত রাখতে যা করতে পারেন-

বোর্ড গেমস
বাইরে বৃষ্টিতে শিশুকে নিয়ে বের হতে না পারলে বাড়িতেই তার খেলার আয়োজন করুন। বিভিন্ন ধরনের বোর্ড গেমস পাওয়া যায়। সেগুলো কিনতে পারেন তাদের জন্য। বিভিন্ন বয়সী শিশুদের জন্য বিভিন্ন ধরনের বোর্ড গেমস পাওয়া যায়। শিশুর বয়স অনুযায়ী বোর্ড গেমস বেছে নিতে পারেন। বুদ্ধি বাড়বে এমন বোর্ড গেমসও বেছে নিতে পারেন।

আর্ট অ্যান্ড ক্রাফট
ফোন, ল্যাপটপ থেকে শিশুদের দূরে রাখার সহজ উপায় হলো আর্ট অ্যান্ড ক্রাফট। হাতের কাজের জিনিস দিয়ে তাদের ব্যস্ত রাখুন। আঁকার খাতা, রং-পেন্সিল, ক্লে, বিভিন্ন ধরঙ্গের রঙিন কাগজ কিনে দিন। শিশুকে তার পছন্দমতো জিনিস তৈরি করতে বলুন।

রান্না-বান্না
রান্নার করার সময় শিশুকেও সঙ্গে নিতে পারেন। মসলা দেয়া, হাতে হাতে জিনিস এগিয়ে দেওয়া— এই ধরনের কাজগুলো শিশুরা খুব যত্ন সহকারে করে। এ ভাবে সাহায্য করতে বললে তারাও খুব খুশি হয়। আর যদি কেউ রান্না করতে ভালোবাসে, তার জন্য রান্নাবাটি খেলার সরঞ্জাম কিনতে পারেন।

গান-নাচ, গল্পের বই
অনেক শিশুরই নাচ-গানের প্রতি ঝোঁক থাকে। তাকে এগুলো শেখাতে পারেন। পাশাপাশি বাড়িতে নাচ করা বা গান করার জন্য উৎসাহিত করতে পারেন। এ ছাড়া ছোটদের বিভিন্ন গল্পের বই কিনে তাকে পড়ার জন্য বলতে পারেন।

তথ্য সূত্র : সমকাল

Post Comment

YOU MAY HAVE MISSED