Loading Now

বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় নদীতে পড়ে একজনের মৃত্যু

অনলাইন ডেক্স ।।

রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরেকজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় মিরপুর বেড়িবাঁধে তুরাগ নদীতে এই ঘটনা ঘটে।

এর আগে রাত ১০টা ২২ মিনিটে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে ‘পার্ক করে’ রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তখন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে একজন পাশের তুরাগ নদীতে লাফ দেয়। পরে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

এ সময় রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে ডিএমপির শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এখনও নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান। তিনি বলেন, ‘বেড়িবাঁধে কিরণমালা নামের একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুই জনকে ধাওয়া দেয়। তারা একজনকে হাতেনাতে ধরে ফেলে। আরেকজন বাঁচতে নদীতে লাফ দেয়। ধারণা করা হচ্ছে, ওই যুবক সাঁতার না পারায় ডুবে মারা যায়।’

এদিকে আগুন দেওয়া বাসটি পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ‘১০টা ২২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।’

Post Comment

YOU MAY HAVE MISSED