Loading Now

বেলার আয়োজনে নেটওয়ার্ক সমন্বয় সভা অনুষ্ঠিত

 

২৪ অক্টোবর ২০২৪ তারিখ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বরিশালের আয়োজনে
বরিশাল বিভাগের নেট মেম্বারদের অংশগ্রহনে ‘‘নেটওয়ার্ক সমন্বয় সভা’’ সকাল ১০:৩০ ঘটিকায় ‘বিডিএস
মিলনায়তন, সদর রোড, বরিশালে অনুষ্ঠিত হয়েছে। ভোলার সমাজ সেবক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোবাশি্র
উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে বেলা প্রধান কার্যালয়ের ফিল্ড কো-অর্ডিনেটর এ এম এম
মামুন স্বাগত বক্তব্যে এ পর্যন্ত বৃহত্তর বরিশালের সার্বিক পরিবেশ চিত্র তুলে ধরেন এবং নেট মেম্বারদের নিজ
নিজ এলাকার পরিবেশগত সমস্যা তুলে ধরা এবং সেই সাথে এ সকল সমস্যা সমাধানে বেলা’র কাছে প্রত্যাশার
কথাও ব্যক্ত করার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘বেলা’’ দেশের সার্বিক পরিবেশ বজায়
রাখার স্বার্থে এ পর্যন্ত উচ্চ আদালতে জনস্বার্থে তিন শতাধিক মামলা করেছে এবং যুগান্তকারী সফলতাও
পেয়েছে। পাশাপাশি দেশের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে গণসচেতনতামূলক কার্যক্রমের উপরও বেলা
অবিরাম কাজ করে যাচ্ছে। বেলা’র কাজকে গতিশীল করতে নেট মেম্বারদের নিজ নিজ এলাকার সমস্যা
সমাধানে আরো সক্রিয় হয়ে ভূমিকা পালনের আহ্বান জানান। বেলা’র আইনজীবী জনাব আসাদুল্লাহ আল
গালিব বেলা বরিশাল অফিসের এ পর্যন্ত উচ্চ আদালতের সকল মামলার অগ্রগতি নিয়ে আলোকপাত করেন।
উপস্থিত সম্মানিত নেট মেম্বারগন জেলা ভিত্তিক সমস্যা সমূহ এবং সমস্যা সমাধানে করনীয় বিষয় তুলে ধরেন
এবং এর মধ্যে নদী-খাল দখল-দূষণ-ভরাট, বন উজাড়, নদীতে ঔষধ শিল্পের অপরিশোধিত বর্জ্য নির্গমন,
ইকোপার্ক দখল, পরিকল্পিত নগরায়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, অবৈধ ইট ভাটা, শব্দ দূষণ, প্লাষ্টিক
বর্জ্য দূষণ, নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন, খাস পুকুর ভরাট ও দখল এবং পৌর বর্জ্য সম্পর্কিত
পরিবেশগত সমস্যার কথা তাদের মতামতে তুলে ধরেন। তারা মনে করেন বর্তমানের চেয়েও অনেক বড়
চ্যালেঞ্জ ভবিষ্যতে মোকাবেলা করতে হবে এবং এখন হতে সকল বিষয়ে সুষ্ঠুউন্নয়ন পরিকল্পনার মাধ্যমে
কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে না পারলে দেশের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে
তাই বর্তমানে সৃষ্ট প্রতিবন্ধকতার আলোকে অর্জিত জ্ঞান, মেধাকে কাজে লাগিয়ে আগামী দিনের কর্মপরিকল্পা
প্রনয়ন করতে হবে। অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন উন্নয়ন কর্মী শুভংকর চক্রবর্তী, রনজিৎ
দত্ত, জাহানারা বেগম স্বপ্না, রফিকুল আলম, এস এম বাহাউদ্দিন, সাংবাদিক এম. জসীম উদ্দিন, স্বপন
খন্দকার, মোঃ আল আমিন বাকলাই, মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

Post Comment

YOU MAY HAVE MISSED