বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০৩ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক ।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর শাখার ১০৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির তালিকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
কমিটিতে শহিদুল ইসলাম শাহেদকে আহ্বায়ক ও মো. শাহাদাতকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন মাহফুজুর রহমান ইমরান ও মুখপাত্র হিসেবে রাখা হয়েছে ইসরাত জাহানকে।
কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ বলেন, আগামী ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এ কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের নেতৃত্ব দেবে।
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ১০ জন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছে ১২ জন। সংগঠক ১৩ জন ও সদস্য হিসেবে রয়েছেন ৬৪ জন।
Post Comment