বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জামিন পেলেন বিএনপি নেতা মিজান
নিজস্ব প্রতিবেদক ॥
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর এক নেতার দায়ের করা মামলায় জামিন পেয়েছেন রাজাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান মিজান। রোববার বরিশালের জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার জিআরও এনামুল হোসেন । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সিনিয়র সদস্য সচিব মারযুক আব্দুল্লাহ সম্প্রতি ২৪৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মিজানুর রহমানকে আসামী করা হয়।
ওই মামলায় কোতয়ালী পুলিশ মিজানুর রহমান কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। গতকাল রোববার মিজান বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
Post Comment