ব্যবসায়ী আব্দুল হালিমের ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরের গির্জা মহল্লা সড়কে ফাতেম ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী বিশিস্ট ব্যবসায়ী আব্দুল হালিম ভুঁইয়ার একমাত্র ছেলে আব্দুল হাকিম ভূঁইয়া (১৮) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে সে বাবা-মা ও ৫ বোন রেখে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় একে স্কুল মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন
সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহামুদ সিকদার, মীর জাহিদুল কবির জাহিদ, হাবিবুর রহমান টিপু, আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ ও প্রথম সকাল পত্রিকার প্রকাশক কাজী আল মামুন, আনোয়ারুল হক তারিন, নুরুল আমিন প্রমূখ। জানাজার নামাজ পড়ান কসাই মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ্ব মাওলানা কাজী আব্দুল মান্নান। পরে মুসলিম গোরস্থানে আবদুল হাকিম ভুইয়াকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। কসাই মসজিদের সভাপতি রিয়াজ উল কবির, সাধারণ সম্পাদক জাফর উল্লাহ, মসজিদের ছানি ইমাম আলহাজ্ব মাওলানা কামাল উদ্দিনসহ মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ।
Post Comment