Loading Now

ব্যবসার আড়ালে মহিলা লীগের গোপন বৈঠক!

নিজস্ব প্রতিবেদক ।।

প্রশাসনের চোখ ফাকি দিয়ে বরিশালে অনেকটা বাধাহীনভাবে ঘরোয়া বৈঠক করে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুব মহিলালীগের সদস্যরা। দেশকে অস্থিতিশীল করতে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বোচ্চ চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে গোপনীয়ভাবে বৈঠক করছেন নেতাকর্মীরা।
পুলিশের তৎপরতার কারনে ওপেনে কিছু করতে না পারলেও প্রশাসনের সন্দেহের তালিকা থেকে দুরে একটি নারী কেন্দ্রীক ব্যবসায়িক সংগঠনের অফিস ও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে চলছে এ সকল বৈঠক।

বিশস্ত সুত্রে জানা গেছে নগরীর গোরাচাঁদ দাস রোডে রুপালি ব্যাংক গলির মধ্যে একটি ভাড়া বাসায় নারীকেন্দ্রীক ব্যবসায়িক সংগঠনের অফিসে প্রায়ই আওয়ামী মহিলা কর্মীদের মিলনমেলা ঘটে।ঐ সংগঠনের সভাপতি নিজে ফোন করে বিভিন্ন নারী নেত্রী ও বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের স্ত্রী ও বোনদের ডেকে নিয়ে কারাগারে আটক নেতাকর্মীদের বাড়িতে অর্থ সহায়তা এবং সার্বিকভাবে সহযোগিতা করেন। একাধিকবার ভিডিও কলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে কথা বলা ঐ নেত্রীর বিশস্ত সহচর হচ্ছেন ৫ আগষ্ট ২০২৪ সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বাসায় পুড়ে মারা যাওয়া প্যানেল মেয়র লিটুর বোন। এই নেত্রীর সাথে সরাসরি কথা বলেন শেখ হাসিনা যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদেরকে ভারত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন পলাতক লীগের নেতা নিরব হোসেন টুটুল। সাথে রয়েছে সাবেক মেয়র শওকত হোসেন হিরনের স্ত্রী সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজার বিশস্ত অনুচর আইভি ও মহিলালীগ নেত্রী কহিনুর বেগম।

সুত্রটি জানায়,প্রথমে এককভাবে মহিলা নেত্রীরা জড়ো হয় একটি বুটিক্সের দোকানে।সেখান থেকে একজন একজন করে ঐ কাপড়ের দোকানের পাশেই নীচতলায় একটি রুমে প্রবেশ করেন তারা।বাহির থেকে বোঝার কোন সুযোগ নেই ঐ বাসায় কি হচ্ছে। এরপরে দরজা জানালা আটকে করা হয় বৈঠক। এ বিষয়টি প্রশাসন অবহিত আছে কিন্তু অদৃশ্য কারনে কোন ব্যবস্থা নেয় না পুলিশ।
এলাকাবাসীর দাবী ঐ দোকানে কোন সময় ভরপুর কাস্টমার দেখা না গেলেও সকাল ১০ টা থেকে রাত ৮/৯টা অবধি লোকসমাগম দেখা যায়। তারা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান।

Post Comment

YOU MAY HAVE MISSED