Loading Now

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেক্স ।।

বর্তমান সময়ে ওয়ানডে ক্রিকেটে ৩০০-৩৫০ রানের দেখা মেলে অহরহ। সেখানে ২২১ রানের পুঁজি একেবারে মামুলি। সহজ লক্ষ্য পেয়ে আফগানরা পথ হারায়নি। রহমানউল্লাহ গুরবাজ এবং রহমত শাহ-র জোড়া ফিফটিতে চড়ে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা। আর তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই হার জুটেছে বাংলাদেশের ভাগ্যে।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে অধিনায়কের আস্থার মান রাখতে পারেননি ব্যাটাররা।

 

৫৩ রানের মধ্যে প্রথম তিন ব্যাটার সাইফ হাসান (২৬), তানজিদ তামিম (১০), ও নাজমুল হোসেন শান্ত (২) ফিরে যাওয়ার পর দারুণ এক জুটি গড়েন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মিরাজ। চতুর্থ উইকেটে তাদের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ১০১ রান।

কিন্তু দলীয় ১৫৪ রানে হৃদয় (৫৬) রানআউট হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৬৭ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মিরাজ। দুর্দশাগ্রস্ত ব্যাটিংয়ের জেরে ৪৮.৫ ওভারে ২২১ রানে থামতে হয় বাংলাদেশকে।

আফগানদের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন রশিদ ও আজমতউল্লাহ ওমরজাই।

রান তাড়া করতে নেমে রহমানউল্লাহ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৫২ রান পেয়ে যায় আফগানিস্তান। তানভীর ইসলামের বলে ইব্রাহিম ব্যক্তিগত ২৩ রানে স্টাম্পড হলে ভাঙে সেই জুটি। তিনে নামা সেদিকউল্লাহ আতাল (৫) আজ সুবিধা করতে পারেননি। তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়েছেন স্লিপে থাকা তানজিদকে।

৫৮ রানে দুই উইকেট হারানোর পর চারে নামা রহমতকে নিয়ে জুটি গড়ে তোলেন একপ্রান্ত আগলে দাঁড়িয়ে থাকা রহমানউল্লাহ। তৃতীয় উইকেটে তাদের ৭৮ রানের জুটিতে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় আফগানিস্তান। দুজনে কাছাকাছি সময়ে ফিফটিও তুলে নেন।

তবে দলীয় ১৩৬ রানে পরপর দুই ওভারে তাদের দুজনকেই সাজঘরে ফিরতে হয়। ৩১তম ওভারে তানজিম সাকিবের বলে শর্ট মিডউইকেটে থাকা মিরাজকে ক্যাচ দেন রহমত (৫০)। পরের ওভারে বোলিংয়ে এসে রহমানউল্লাহর (৫০) স্টাম্প গুঁড়িয়ে দেন মিরাজ নিজেই।

তবে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে দুই সেট ব্যাটারকে হারানোর ধাক্কা সামাল দেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি এবং অলরাউন্ডার আজমতউল্লাহ। পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন তারা। ৪০ রান করে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তানজিম সাকিবকে ক্যাচ দিয়ে ফেরেন আজমতউল্লাহ। তবে অধিনায়ক হাশমতউল্লাহ ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

বাংলাদেশের পক্ষে ৭ ওভার বল করে ৩১ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন পেসার তানজিম সাকিব।

আগামী ১১ অক্টোবর একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানদের মুখোমুখি হবে মিরাজের দল।

তথ্য সূত্র: যুগান্তর,,,

Post Comment

YOU MAY HAVE MISSED