ব্যালন ডি’অর ‘বয়কট’ করছে রিয়াল মাদ্রিদ, যাচ্ছেন না ভিনিসিয়ুসও!
স্পোর্টস ডেক্স ।।
ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে রীতিমত বোমা ফাটালেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে প্যারিসে ব্যালন ডি’অরের পুরস্কার প্রদান অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের একজন প্রতিনিধিও যোগ দিচ্ছেন না বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এক পোস্টে রোমানো লিখেছেন, ‘রিয়াল মাদ্রিদ জানে ভিনিসিয়ুস ব্যালন ডি’অর জিতবে না, তাই তিনি প্যারিসে যাচ্ছেন না।’
‘রিয়াল মাদ্রিদের কেউই অনুষ্ঠানে যোগ দেবেন না। ফ্লোরেন্তিনো পেরেজ না, ভিনিসিয়ুস জুনিয়র না, কার্লো আনচেলত্তি না, জুড বেলিংহ্যামও না’-যোগ করেন রোমানো।
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতো-ও একই খবর দিয়ে লিখেছে, ‘ভিনিসিয়ুস জুনিয়র খুব সম্ভবত ব্যালন ডি’অর জিতছেন না। এটা রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা।’ তাদের অনুমান, ‘রদ্রি সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ী।’
রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি এবং ভিনিসিয়ুস জুনিয়রের প্যারিসে না যাওয়ার খবর প্রকাশের পর ইউরোপীয় সংবাদমাধ্যমে রদ্রিকেই সম্ভাব্য জয়ী বলা হচ্ছে।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ জয় করেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এছাড়া স্পেনের ইউরো জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। অন্যদিকে রিয়ালের হয়ে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের অর্জন শূন্য। আর এটাই শেষ পর্যন্ত ব্যালন ডি’অরের নির্ণায়ক হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভিনিসিয়ুস, রদ্রি ছাড়াও ব্যালন ডি’অরের দৌড়ে রয়েছেন আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ, ইংল্যান্ডের জুড বেলিংহ্যামরা।
উল্লেখ্য, বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে ২০২৪ ব্যালন ডি’অর জয়ীর নাম।
Post Comment