ভয়ংকর রাতের বরিশাল!
➡️ঝিমিয়ে পরেছে পুলিশের টহল কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীতে গত এক মাসে ভাড়াটে খুনিদের হাতে প্রকাশ্যে বেশ কয়েকটি হত্যাচেষ্টার ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনায় রাতের গভীরতায় একই কায়দায় কুপিয়ে ভুক্তভোগীদের হত্যার চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ গ্রহণের পরেও সব সন্ত্রাসী গ্রেফতার হয়নি। অন্যদিকে রাতের বরিশালে পুলিশের টহল কার্যক্রম ঝিমিয়ে পরা ও কোন চেকপোস্ট না থাকায় বেড়েছে ছিনতাই ও মাদক বেচাকেনা। এসব কর্মকাণ্ড রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সুশীল সমাজের নেতারা।
সুশাসনের জন্য নাগরিক সুজনের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, প্রকাশ্যে মানুষ কুপিয়ে হত্যাচেষ্টা নাগরিক সমাজের জন্য হুমকিস্বরূপ। এভাবে চলতে থাকলে ঠুনকো ঘটনাকে কেন্দ্র করেও এসব সন্ত্রাসীদের ভাড়া করে প্রাণনাশের ঘটনা ঘটাবে যে কেউ। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সজাগ দৃষ্টি রাখতে হবে।
সূত্রমতে, গত ২৯ ডিসেম্বর রাত ১১টার দিকে নগরীর লাইন রোড কোতোয়ালি মডেল থানা সংলগ্নে বাসায় যাওয়ার পথে মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ খান রনিকে কুপিয়ে যখম করেছে ভাড়াটে খুনিরা। এর কয়েক দিন আগে কলেজ অ্যাভিনিউ পুকুর পাড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর মৃধাকে কুপিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। বৃহস্পতিবার ৯ জানুয়ারী রাত ১১ টার দিকে নগরীর গোরস্থান রোডে ২১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা শাহরিয়ার সাচিব রাজিবকে কুপিয়ে হত্যাচেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। একের পর এক এসব ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। হত্যাচেষ্ঠার ঘটনায় ভুক্তভোগী মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ খান রনি বলেন, আমি বাসায় যাওয়ার পথে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে চলে যায়। বর্তমানে আমি ঢাকায় চিকিৎসাধীন আছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজন গ্রেফতার হয়েছে, তবে কে আমাকে হত্যা করতে তাদের ভাড়া করেছে আমি জানি না। মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, একটি ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, তারা মূলত ভাড়াটে খুনি। গ্রেফতার দুজনকে রিমান্ড আনলে বিস্তারিত বলা যাবে।
বৈষম্যবিরোধী ছাত্রনেতা সাগর মৃধা বলেন, কলেজ অ্যাভিনিউ বৈদ্যপাড়ায় কতিপয় সন্ত্রাসী মাদকের বিস্তার ছড়াচ্ছে। তাদের বাধা দেওয়ায় আমাকে কুপিয়ে জখম করেছে ওই সন্ত্রাসীরা। তাদের নাম উল্লেখ করে থানায় মামলা করলেও সন্ত্রাসীরা রয়েছে প্রকাশ্যেই। মৃত্যুশয্যায় থাকা ২১নং ওয়ার্ড যুবলীগ নেতা রাজিবের স্বজনরা জানিয়েছেন ওই এলাকার এক ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে ভাড়াটে খুনি দিয়ে হত্যাচেষ্টা চালানো হয়েছে। তবে পুলিশ বলছে যেকোনো ঘটনার অভিযোগ পাওয়া মাত্র আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুত্র জানায়, বরিশাল মেট্রোপলিটন এলাকায় গেল শুক্রবার বিএনপির ২ নেতার বাসায় হামলা চালায় দুবৃওরা।এ ঘটনার রেশে ভুক্তভোগীরা থানায় মামলা করতে গিয়ে পারেননি।প্রশাসনের কড়াকড়ি না থাকায় নগরীতে গভীর রাত অব্দি উঠতি বয়সী কিশোররা ২/৩ জন একত্রিত হয়ে মোটরবাইক নিয়ে ঘুরে বেড়ায়।এ সকল মোটরসাইকেল এ গভীর রাত অব্দি ঘুরে বেড়ানো বন্ধ করা জরুরি বলে মনে করে নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, অন্য ঘটনাগুলো স্থানীয় লোকজন করছে আর রাজিবের ঘটনা ভাড়াটে লোকজন দিয়ে ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
Post Comment