Loading Now

ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন কৃতি স্যানন

 

বিনোদন ডেক্স ।।

বলিউড তারকাদের পর্দায় দেখে দর্শকদের ধারণা, জীবন যেন রঙের পাত্রে ডোবানো। সেই জীবনে পেলে যেন কোনও সমস্যা আর থাকবে না। তবে সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী কৃতি স্যানন। কাজের চাপে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল তার।

 

‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে নাকি দুর্বিষহ অবস্থা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘ছবির প্রচার কিন্তু খুব ক্লান্তিকর একটা কাজ। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে আমি খুবই ভেঙে পড়েছিলাম। সেই বছর আমার আরও দু’তিনটি ছবি মুক্তি পেয়েছিল।’

 

‘তাই দুই-তিন সপ্তাহ আগে থেকেই আমাকে ছবির প্রচারের কাজ করতে হয়েছে। ‘ভেড়িয়া’র জন্য আমাদের বিভিন্ন শহরে প্রচারে যেতে হয়েছে। পাশাপাশি রাতেও কাজ করেছি। সব সাক্ষাৎকারে একই কথা বলতে হয়েছে। মনে হত, এই উত্তরগুলো রেকর্ড করে রাখলেই তো হয়। এমনকি বরুণের উত্তরও আমার মুখস্থ হয়ে গিয়েছিল।’

Post Comment

YOU MAY HAVE MISSED