ভর্তি পরিক্ষা দেখতেও ক্যাম্পাসে ঢুকতে পারলেন না ববি উপচার্য
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে প্রবেশ করতে পারেননি। তবে তিনি গুচ্ছভুক্ত পরীক্ষার অন্য একটি কেন্দ্র, বরিশাল সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবারই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে কেন্দ্র এলাকায় প্রবেশে বাধা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের দাবিতে গত চার দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেন। এ বছর ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার ৬১ জন।
ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী মো. মোশাররফ হোসেন বলেন, “আমাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা ভিসিকে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেইনি। সাধারণ শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তার এখন সসম্মানে পদত্যাগ করে চলে যাওয়া উচিত।”
এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিন এবং প্রক্টর ড. সোনিয়া খান সনিকে একাধিকবার ফোন করা হলেও তারা কোনো সাড়া দেননি।
Post Comment