Loading Now

ভারতকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

 

স্পোর্টস ডেক্স ।।

পাকিস্তানের বিপক্ষে হারতে হারতে ড্র করায় ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের টিকে থাকার লড়াই। সেমিফাইনালে ওঠার জন্য কমপক্ষে ড্র প্রয়োজন ছিল। কম ব্যবধানে হারলেও সম্ভাবনা থাকতো।

তবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা সেসব সমীকরণকে পাত্তাই দেয়নি। ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়ে উঠে গেছে সেমিফাইনালে। মাচের চারটি গোলই হয়েছে প্রথমার্ধে।

 

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দলের মতো খেলেই বাংলাদেশ প্রথমার্ধে ৩ গোল দিয়ে ভারতের ওপর ছড়ি ঘোরাতে থাকে। জোড়া গোল করেছেন তহুরা খাতুন। অন্য গোলটি করেছেন আফঈদা খন্দকার।

প্রথমার্ধের শেষ দিকে ভারত একটি গোল দিলে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি সাবিনারা।

আন্তর্জাতিক নারী ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩-০ গোলে।

Post Comment

YOU MAY HAVE MISSED