Loading Now

ভারতে ইসলাম ও রাসুলকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক ।।

ইসলাম ধর্ম ও রাসুল হযরত মুহাম্মাদকে (সা.) নিয়ে ভারতে হিন্দু পুরোহিতদের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বরিশালে। এসময় লংমার্চ টু মুম্বাইয়ের প্রতি সমর্থন জানানো হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশালের বিএম কলেজের জিরো পয়েন্ট থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, যারা আল্লাহর রাসুলকে (সা.) নিয়ে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

যদি না নেওয়া হয় তাহলে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হ‌বে।
বিক্ষোভ মিছিলটি বিএম কলেজ জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ক্যাম্পাস প্রদক্ষিণ কলেজের শেষে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED