ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অনলাইন ডেক্স ।।
ভারতে ‘অনুপ্রবেশের চেষ্টা করার সময়’ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বাংলাদেশ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আটক হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাতে প্রশাসনের বরাত দিয়ে এ খবর জানায় টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, বিকেল ৬টা থেকে ৭টার মধ্যে ওই বাংলাদেশি কর্মকর্তাকে হাকিমপুর বর্ডার আউটপোস্টের কাছে আটক করে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিবেদনে এই কর্মকর্তার নাম জানানো হয়নি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর পুলিশের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতে পালিয়েছেন।
এদের বেশিরভাগই স্বৈরাচার হাসিনার অনুগত ছিলেন এবং অভ্যুত্থানকালে নির্বিচারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি।
Post Comment