Loading Now

ভারত-ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ধস ছিল একটা ‘দুর্ঘটনা’

স্পোর্টস ডেক্স ।।

ব্যাটিং ধস বাংলাদেশ দলের কাছে নতুন আর কী! দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সেই একই দৃশ্য দেখা গেছে। নিমেষেই অদৃশ্য হয়ে গেল বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও অবশ্য বড় স্কোর গড়া হয়নি। বাংলাদেশও ম্যাচটা জিততে পারেনি। আজ ইসলামাবাদে দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক বলেছেন, ভারতের বিপক্ষে ব্যাটিং ধস ছিল নিছকই একটা ‘দুর্ঘটনা’।

টপঅর্ডারের ব্যর্থতায় সবার আগে কাঠগড়ায় উঠবেন স্বয়ং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভালো করেননি সৌম্য সরকার, তানজিদ তামিমও। রাজ্জাকের আশা, এমন ব্যাটিং ধস সামনের ম্যাচে হবে না। তিনি আজ সাংবাদিকদের বলেছেন, ‘একটা ম্যাচ হয়ে গেছে, ৫ উইকেট পড়ে গেছে। এটা না টেনে বেড়ানোই ভালো। এটা একটা দুর্ঘটনা। আমরা যেরকম দল, ওরকম নই (দ্রুত ধসে পড়া)। ওটা দুর্ঘটনাবশত ঘটে গেছে। ওয়ানডেতে ওই অবস্থায় নেই আমাদের টপ অর্ডার। গত ম্যাচে যা একটু খারাপ হয়েছে। আশা করি পরের ম্যাচে এটা হবে না।’

প্রশ্ন উঠেছে মুশফিকুর রহিমের ফর্ম নিয়েও, যিনি ভারতের বিপক্ষে ফিরেছেন শূন্য রানে। রাজ্জাক অবশ্য মুশফিককে নিয়ে একেবারেই চিন্তিত নন, ‘কেন চিন্তার বিষয় হবে? একটা ম্যাচ খারাপ করেছে, এটা যে কারও হতে পারে। এটা মুশফিক, তাওহীদ হৃদয়, শান্ত, জাকের আলী—যে কারও হতে পারে। একজনের পারফরম্যান্স নিয়ে মনে হয় না চিন্তার বিষয় হবে আমাদের কাছে।’

মুশফিককে নিয়ে না চিন্তা করলেও পরশু রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে নিশ্চয়ই যথেষ্ট ভাবতে হবে। কিউইরা আছে আবার উড়ন্ত ফর্মে। কদিন আগে পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকেই হারিয়ে উড়ন্ত সূচনা করেছে তারা। প্রতিপক্ষের ফর্ম জেনে ঘুম হারামের পক্ষে নন রাজ্জাক, ‘নিউজিল্যান্ড কীভাবে শুরু করেছে, কীভাবে শেষ করেছে, জানি না। আমরা খুব একটা খারাপ অবস্থায় নেই। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে শুরু করেছি। একটু তো হতাশা থাকেই। তবে নিশ্চিত খেলোয়াড়েরা সেটা কাটিয়ে উঠবে। সব সংস্করণেই নিউজিল্যান্ড বেশ ভালো খেলছে। এখানে এসে আবার সিরিজ জিতেছে। তবে এটা আলাদা টুর্নামেন্ট, ওটার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ মেলাতে চাই না।’

Post Comment

YOU MAY HAVE MISSED