ভালো চাকরির কথা বলে বিদেশে পাচার, দুজনে বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক ।।
বিদেশে ভালো চাকরি দেবার কথা বলে মাফিয়া সরকারের কাছে বিক্রি করে দেবার অভিযোগ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাবুগঞ্জ থানার ওসিকে বিরুদ্ধে এজহার করবার নির্দেশ দেন। বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা জেলা ও দায়রা জজ সোহেল আহমেদ মামলাটি আমলে নিয়ে ওই নির্দেশ দেন।
সোমবার যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হচ্ছেন বাবুগঞ্জের চর উত্তর ভূতেরদিয়া গ্রামের মোহাম্মদ মালেক হাওলাদার ছেলে আজ শফিকুল ইসলাম, মো: সাদ্দাম হাওলাদার। বাবুগঞ্জের অধিবাসী মোঃ জসিম বিশ্বাস মামলায় উল্লেখ করেন আসামিরা বাঁদিকে ভালো চাকরি দেবার কথা বলে ইটালিতে পাঠানোর জন্য ১৪ লক্ষ টাকা নেয়।এরপর আসামিরা বাদিকে ইতালি না পাঠিয়ে ২০২৩ সালের ৩ মে দুবাই নিয়ে যায়। সেখান থেকে লিবিয়ায় নিয়ে দুজন মাফিয়া দের কাছে বিক্রি করে দেয়। এরপর অমানবিক নির্যাতন চালায়।
পরবর্তীতে লিবিয়া সরকারের মাধ্যমে ২০২৫ সালের ২৪ শে অক্টোবর বাংলাদেশ চলে আসে। এরপর বাংলাদেশের ফিরে এসে আসামিদের কাছে টাকা ফেরত চাইলে আসামিরা খুনের ভয় দেখায়।এ ব্যাপারে সোমবার মামলা করলে বিচারক মামলা টি আমলে নিয়ে উপরোক্তা নির্দেশ দেন।



Post Comment