Loading Now

ভিয়েতনামে নিয়ে মুক্তিপন দাবি, সন্তানকে ফিরে পেতে বাবার মামলা

 

নিজস্ব প্রতিবেদক ॥

ভিয়েতনামে নিয়ে আটকে মুক্তিপন দাবি ও নিখোঁজ সন্তানকে ফিরে পেতে মানব পাচার আইনে মামলা করেছে এক যুবকের বাবা। মঙ্গলবার বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে মামলা করা হয়। বিচারক মো. সোহেল আহম্মেদ মামলায় আনা অভিযোগ তদন্ত করে কাউনিয়াদ থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী আনিচ হাওলাদার বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চুড়ামন গ্রামের বাসিন্দা। বিবাদীরা হলো-একই গ্রামের বাসিন্দা সাদ্দাম রাঢ়ী, তার বাবা মোয়াজ্জেম রাঢ়ী ও বোন নিপা আক্তার।

 

মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, কৃষক আনিচ হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদারকে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তাব দেয়। এই জন্য তার কাছে চার লাখ ৬০ হাজার টাকা দাবি করে। চুক্তি অনুযায়ী সাদ্দাম, তার বাবা মোয়াজ্জেম ও বোন নিপাকে ওই টাকা পরিশোধ করে। পরে জানায় ভিয়েতনাম নিয়ে সেখান থেকে মালয়শিয়া পাঠানো হবে।

 

সেই অনুযায়ী গত ১৭ সেপ্টেম্বর মিরাজকে ভিয়েতনাম নিয়ে যায়। সেখানে মিরাজ যাওয়ার পর ২/৩ জন লোক অজ্ঞাত স্থানে নিয়ে আটকে নির্যাতন করে। পরে পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করে। তখন মোয়াজ্জেম রাঢ়ীর মাধ্যমে এক লাখ ২০ হাজার টাকা দেয়া হলেও মুক্তিপন দাবী করা ব্যক্তিরা পাঁচ লাখ টাকায় অনঢ় থাকে। পাঁচ লাখ টাকা না দিলে ছেলের কিডনি ও কলিজা বিক্রি করে লাশ সাগরে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়। এরপর থেকে আর কোন যোগাযোগ নেই। এরপর থেকে সন্তানের দু.চিন্তায় পরিবারের সকলে মানবেতর জীবন যাপন করছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED